ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

” সেই বোঝে হারানোর ব্যথা, হারিয়েছে যার ” পঞ্চগড় জেলার স্বরণকালের ঐতিহাসিক নৌকাডুবির ২ বছর পূর্তিজ

বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের,মাড়েয়া আউলিয়ার ঘাটে করতোয়া নদীর পূর্ব পাড়ে ৫ নং বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মাতৃপীঠ মন্দিরে মহালয়ার পূজো অনুষ্ঠানে ভক্তযাত্রীরা একটি নৌকায় করে যাওয়ার সময় খরস্রোতা এই নদীর জলে নৌকা ডুবির ২ বছর পূর্তি হলো।

 

গত দুই বছর আগে ২০২২ ইং সালের ২৫শে সেপ্টেম্বর এই দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় নারী,শিশু ও পুরুষ সহ ৭২ জন মানুষের সলিলসমাধি ঘটে। ঘটনাটির ২ বছর পেরিয়ে গেলেও, একটি লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি।সেই সময় নদীর দুপারে হাজার হাজার মানুষের চিৎকার, আহাজারি আর নারী,শিশু ও পুরুষ সহ লাশের মিছিলে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।মুহুর্তেই সারা বাংলাদেশ সহ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে খবরটি।

 

প্রসঙ্গত, ঘটনার সময় বাংলাদেশ সরকারের বড় বড় মন্ত্রী মহোদয়গন আউলিয়ার ঘাটে দ্রুততম সময়ে সেতু তৈরির বিষয়ে প্রতিশ্রুতি দিলেও, ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও সবেমাত্র সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।আর তাই জনমনে ক্ষোভ তৈরি হয়েছে যে,আরো কত বছর পেরিয়ে গেলে আউলিয়ার ঘাটের সেতুর কাজ সম্পন্ন হবে।কারণ প্রতি বছরই তো মহালয়ার পূজো দিতে ভক্তবৃন্দদের বদেশ্বরী মাতৃপীঠে আসতে হয়। আর এই হাজার হাজার ভক্তবৃন্দের আগমনে জনদুর্ভোগ তো আছেই,সেই সাথে আছে পুরনো আতঙ্ক।এই আতঙ্ককে দুর করতে এবং জনদুর্ভোগ লাগব করতে যত দ্রুত সম্ভব সেতুটির কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান এলাকা বাসি।

 

এদিকে প্রতি বছরের ন্যায় এবারো আসতেছে সনাতনী সম্প্রদায়ের মহালয়া ও দুর্গাপূজার অনুষ্ঠান।এবারের মহালয়ার অনুষ্ঠানে পূজো দিতে আসা-যাওয়ার ক্ষেত্রে যেন গত ২ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে খেয়াল রাখার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

 

শান্তি ও সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন এবারের মহালয়ার পূজো অনুষ্ঠিত হয় এবং নৌকা ডুবির ঘটনায় মৃত ব্যক্তিদের সবার আত্মার শান্তি কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: