মেহেন্দিগঞ্জে প্রতিনিধি: মাহামুদুল হাসান ফরিদ
মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জঃ বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাগরিক ঐক্যজোট তথা ধানের শীষের প্রার্থী নুরুরহমান জাহাঙ্গীর দীর্ঘদিন পর নিজ এলাকায় আসলে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি এ কথা বলেন।
শনিবার ২১ সেপ্টেম্বর লঞ্চযোগে ঢাকা থেকে দুপুর সাড়ে ১২ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটে পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা তাকে লঞ্চঘাটে অভ্যর্থনা জানান। পরে উলানিয়া কৃষি ব্যাংক চত্বরে এক পথসভায় অনুষ্ঠিত হয়। এর আগে লঞ্চঘাট থেকে বিশাল এক আনন্দ মিছিল তার নেতৃত্বে বের হয়ে উলানিয়া বাজার প্রদক্ষিন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারন সম্পাদক নুরুরহমান জাহাঙ্গীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারে দোসর বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক এমপি পঙ্কজ নাথই শান্তপ্রিয় মেহেন্দিগঞ্জ -হিজলাকে বিগত ১০ টি বছর অশান্তির আগুনে পুড়ে নিঃশেষ করে দিয়েছে।
তার সময়ে ১০ থেকে ১৫জন নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে। গোবিন্দপুর,,ধূলখোলা চরসহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন চরে মানুষের রেকর্ডীয় ও কার্ডের জমি তার পেটুয়া বাহিনী দিয়ে দখল করে তার আয় নিজে ভোগ করেছেন। এমনকি চরের সরকারি জমি লীজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের এমপি মন্ত্রীসহ সাঙ্গ পাঙ্গরা এলাকা ছাড়া হলেও তাদের প্রেতাত্তা বিএনপির একটি ক্ষুদ্র অংশের ঘারে ওঠে বসেছে। এরাই বিএনপির কিছু লোভীদের সাথে মিশে মেহেন্দিগঞ্জ হিজলার বিভিন্ন বাসা বাড়িতে হামলা লুটতরাজসহ মাছঘাট,লঞ্চঘাট,খেয়াঘাট দখল করে নেবার সংবাদ পত্রিকা ও এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি। উলানিয়াও এদের হাত থেকে রক্ষা পায়নি। যারা এই কাজে লিপ্ত হয়েছে তারা বিএনপির কর্মী হবার যোগ্যতা হারিয়েছে। এদের বিরুদ্ধে অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ব্যবস্থা নিবেন। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও কয়েক হাজার নেতাকর্মী সমর্থক এই পথসভায় উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত