মেহেন্দিগঞ্জে প্রতিনিধি:
সিরাতুননবী ও ঈদে মিলাদুননবী উপলক্ষে চরখাগকাটা গাজী বাড়ী জামে মসজিদের উদ্দেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অধ্য সন্ধ্যায় মাগরিব নামাজের পর থেকে বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। অধিবেশনে প্রথম বয়ান পেশ করেন বিশেষ অতিথি চরখাগকাটা ঢালীর হাট জমে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ কামাল উদ্দিন। বিশেষ বয়ান পেশ করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুস সালাম।
প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন আরবি শিক্ষক বায়তুল হিকমা মডেল মাদ্রাসা ও ইমাম ও খতিব আব্দুল গফুর হাওলাদার বাড়ি কোলচরি চাঁনপুর। প্রধান মেহমান তার গুরুত্বপূর্ণ বয়ানে নবী করীম সাল্লাল্লাহু এর জীবনীর উপর আলোচনা পেশ করেন। নবী করীম সাল্লাল্লাহু শৈশব থেকে নবুওয়াত লাভের পর থেকে কিভাবে জীবন যাপন করেন তার উপর আলোচনা করেন। মাহফিল শেষে তবারক বিতরনের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
মাহফিল এন্তেজিয়া কমিটির পক্ষ থেকে আগত মুসল্লিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আব্দুস সালাম ঈমান ও খতিব চরখাগকাটা গাজী বাড়ী জামে মসজিদ।
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত