ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া মালামালসহ ৩ চোর আটক

মোঃ লালন শেখ, (রাজবাড়ী)  ঃ 
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ লালন শেখ, (রাজবাড়ী)  ঃ 

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চোরাই  মালামালসহ ৩ চোর আটক হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে এসব চোরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত নাজিমউদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), মোঃ জালাল শেখের ছেলে  আব্দুল্লাহ শেখ(২১) ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে  ইনদাদুল শেখ(৩৬)।

বালিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াকান্দীর বাঘুটিয়া গ্রামে বিলের মাঝ থেকে  ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ৭ হাজার টাকা এবং ২ গাছা চায়না দুয়ারী জাল যার আানুমানিক মূল্য ১২ হাজার  টাকা ও অপর ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা সুকৌশলে চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাশালিয়া বিলের মাঝ থেকে বালিয়াকান্দি থানা পুলিশ চোরদেরকে চুরি যাওয়া মালামাল সহ গ্রেফতার করে।

এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: