ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

০২ কেজি হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২১:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএবি মোড়স্থ জনৈক মোঃ অলিউল ইসলাম এর মুদির দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা-মৃত মজিবুর রহমান, সাং-চকগোপাল, থানা-সিংড়া, জেলা-নাটোরকে হেরোইন ০২ কেজি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃতের বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করত। বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, গোদাগাড়ী থানা এলাকায় একজন ব্যক্তি সন্দেহ জনক ঘোড়াফেরা করছে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর দিকে যাওয়ার তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএনবি মোড়স্থ জনৈক মোঃ অলিউল ইসলাম এর মুদির দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়কের উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনাকালে একটি অটোর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় উক্ত অটোটির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোটিকে থামানো হলে অটোতে থাকা ০১ জন যাত্রীর হেফাজত হতে উল্লেখিত আলামত উদ্ধার করা হয়।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: