চলে গেলেন কসবা উপজেলার
পৌরসবার বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ‘ইকনমিক ড্রাগ হাউজের স্বত্বাধিকারী জনাব আব্দুল খালেক দুবরাজ মিয়া।’ এলাকার মানুষ জানিয়েছেন তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজ৷ সেবক, এবং একজন ভাল মানুষ।
তিনি কসবা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছাড়াও এলাকার নানা সামাজিক সংগঠনের সংগে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন।তিনি বেশকিছুদিন যাবত অসুস্থবস্থায় কমফোর্ট ডায়াগনস্টিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেচেন কসবা প্রেসক্লাবেস সকল সদস্যবও কসবা উপজেলার সংক সংগঠনের সদস্যরা, স্থানীয় সর্বসাধারণের কাছেও তিনি একজন ভালো ও গুনীমানুষ ছিলেন। শোকাহত পরিবার সদস্যগন ও আত্মীয়স্বজন সবার কাছো দোয়া চেয়েছেন এবং সাবেক প্রেস ক্লাব সভাপতি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।পরম করুনাময় আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসীব করেন এই প্রার্থনা রইলো।