ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
আগস্ট ৩১, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিষধর সাপের কামড়ে নিধুরাম হাজরা (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিধুরাম উপজেলার শিবগঞ্জ দোহালী গ্রামের মৃত অভিরাম হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে নিধুরাম তার বাড়ির পাশে ড্রেন পরিষ্কার করার সময় হাত দিয়ে ড্রেনের মাঝে পড়ে থাকা খড় সরানোর সময় একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।
তারা জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসা রত অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিধরাম হাজরা কৃষি কাজের পাশাপাশি বাড়িতে বেশকিছু গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান তারা। তারা আরও জানান, বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশিরা চারপাশ থেকে তাকে ঘিরে রয়েছে। মাঝখানে নিধুরামের মাথা কোলে নিয়ে বসে রয়েছে এক যুবক। এর মাঝে চলছে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টায় কবিরাজি চিকিৎসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: