ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদারের চর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসা  সুপার ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

ওমর -আল- বশির,দেওয়ানগঞ্জ (জামালপুর):  
আগস্ট ২৯, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ওমর -আল- বশির,দেওয়ানগঞ্জ (জামালপুর):  

দেওয়ানগঞ্জ উপজেলার  ‘মাদারের চর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসার’  সুপার মো. হাসমত আলী ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের দুর্নীতির

প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন  সাবেক সহকারী মৌলভী  মো. নাদের হোসেন।  গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

লিখিত বক্তব্যে নাদের হোসেন বলেন, সুপার মো. হাসমত আলী একজন দুর্নীতিবাজ । তার প্রমাণ আমি নিজেই । ২০১৩ সালে অত্র মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসাবে যোগদানের জন্য আমার কাছ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেয় । চাকরি দেয় ।   ৩ বছর পর ২০১৬ সালে হঠ্যাৎ সে আমাকে চাকরি থেকে বাদ দেয় । এবং শারমিন নামের অন্য একজনের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমার শুন্য পদে চাকরি দেয়। ২০১৭ সালে আবুল হাসান নামের আরেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ঘুষ নেয় ।  চাকরি দেয় নি । আরো অনেকের কাছে ঘুষ নিয়েছে, তারা ভয়ে মুখ খোলে না।  এখন টাকা ফেরৎ চাইতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দেয় । এসব দুর্নীতির সহযোগী সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন । এছাড়াও  সুপার ও এই সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিজের ও আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে আত্মসাৎ করে যার প্রমাণ আছে ।

তিনি আরো বলেন অত্র মাদ্রাসায় ভুয়া নিয়োগে চাকরি করছে সহকারী মৌলভী শারমিন, ল্যাব সহকারী আইনুল, অফিস সহকারী হাবিবুল্লাহ হাবিব, সহকারী লাইব্রেরিয়ান নুরুল আমিন, জুনিয়র মৌলভী জুলফিকার আলী । জুলফিকার আলী অফিস সহকারী ছিলো পরবর্তীতে তাকে সুপার হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন টাকার বিনিমেয়ে ভুয়া কাগজ বানিয়ে জুনিয়র মৌলভী হিসেবে নিয়োগ দেয় । এছাড়াও একাধিক নিয়োগে বেক ডেট দিয়ে নিয়োগ সম্পন্ন করেছে বলেও অভিযোগ তুলেন ।

দীর্ঘ দিন থেকে এই অপকর্ম গুলো চালিয়ে আসছে তারা দুজন । অপকর্মের বিরুদ্ধে কথা না বলার কারণ মাদ্রাসাটির অফিস কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চালাতো । এবং সাবেক এম.পি. আবুল কালাম আজাদের প্রভাব খাটাতো সুপার হাসমত ও আলমগীর হোসন। ন্যায় বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলনটি করেন নাদের হোসেন।

সংবাদ সম্মেলনে নাদের হোসের সাথে উপস্থিত ছিলেন মো. রসিজল,মো. ভোলা,আ: জলীল, মো. রেজুয়ান হোসেন রতন,মো. ফরিদ, মো. মাহফুজুর রহমান, মো. আজমাইন হোসেন আরমান, মোছ. রত্না,মোছা. রোকেয়া, মো. সিয়াম,মোছা. মনিরা,মোছা. জবাফুল, মো. মনির, মো.  সাইদুর রহমান সহ অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: