স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল কালিহাতী প্রতিনিধি:
টাংগাইল কালিহাতীতে ব্যবসায়ী কে অপহরণের চার দিন পর ১৯ ফেব্রুয়ারী শনিবার ভোর সকালে কালিহাতী টু রতনগঞ্জ যাওয়ার রাস্তার ধল্লাই ব্রিজের কাছে হাত বাঁধা চোখ বাঁধা গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায় ব্যবসায়ী আমির হামজা কে। ঐ এলাকার দুলাল হোসেন নামে এক মুরুব্বি ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় তাকে দেখতে পান বলে জানান। স্থানীয় কিছু লোক জনের সাহায্যে ভুক্তভোগীকে উদ্ধার করে একটি CNG যোগে টাংগাইল নিয়ে জান। টাংগাইল একটি ক্লিনিকে ভর্তি করান, ভুক্তভোগীর পরিবারের সন্ধান পাওয়া যায়, ভুক্তভোগীর পকেটে থাকা স্ত্রী NID কার্ডের ফটোকপি থেকে। ঐ ব্যবসায়ীর স্ত্রীর কাছে খবর পৌঁছানো হয় এবং ব্যবসায়ীর স্ত্রী ক্লিনিকে আসার পর, উদ্ধার কারী মুরুব্বি দুলাল হোসেন চলে যান বলে জানা গেছে।
ব্যবসায়ীর স্ত্রী আকলিমা আক্তার আঁখি তার স্বামীর অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসা দেয়ার জন্য তাকে ঢাকা নিয়ে যান এবং ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ICU তে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন গনমাধ্যম কে। নিরাপত্তা জনিত কারণে হসপিটালের নাম উল্লেখ করেনি ।