বিশেষ প্রতিবেদন, টাঙ্গাইল কালিহাতী প্রতিনিধি:
গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে দোকান ও কারখানা বন্ধ করে বাসায় ফেরার সময় রাস্তায় বেরিগেট তৈরি করে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে AK fashion ghalary এবং AK জুতার কারখানার মালিক আমির হামজা কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সহধর্মিনী আকলিমা আক্তার আঁখি এবং পরবর্তীতে পর্যায়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে বিষয়টি অপহরণকারী বাপ্পি বাহিনী বুঝতে পেরে মামলা করলে মেরে ফেলা হবে বলে এমন হুমকি দেয়া হয় ভুক্তভোগীর স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে। তাই ভয়ে মামলা করতে সাহস পায়নি নিরীহ্ পরিবারটি বলে জানায় ভুক্তভোগীর স্ত্রী আকলিমা আক্তার আঁখি। উক্ত ব্যবসায়ীর পরিবারটি ছোট দুটি অবুঝ শিশু বাচ্চা নিয়ে অসহায় ও দূর চিন্তায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন আখলিমা আখতার আখি এবং অপহরণকারী ও চাঁদাবাজি, সন্ত্রাসী বাপ্পী বাহিনীর হুমকির মধ্যে পতিত আছে উক্ত পরিবারটি ।